রাজ্য

দীর্ঘ লোকডাউনের পর রঙিন ছন্দে ফিরল বিদ্যালয়

টিডিএন বাংলা ডেস্ক: ২৮ পাতার সরকারি গাইডলাইন মেনে শুরু হল স্কুল। অনেকে হয়তো ঘরে বসে অনলাইনে ক্লাস করার সুবিধা পেয়েছেন কিন্তু ক্লাসরুমে সহপাঠীদের সাথে বসে প্রায় ১১ মাস পর ছাত্রছাত্রীরা ক্লাস করতে পারছে। আবার পুরনো ছন্দে ফিরল স্কুল গুলি, তবে সমস্ত স্বাস্থ্যবিধি মেনেই। স্কুলের নোটিশ বোর্ডে থাকবে সমস্ত গাইডলাইন, যার অন্যথা করা যাবে না বলে কড়া বার্তা প্রশাসনের। স্কুল গুলি পুরনো ছন্দে ফিরলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে ছাত্র-ছাত্রীদের একে অপরের থেকে সামাজিক দূরত্ব বজায় রেখেই ক্লাস করতে হবে তারা স্কুলে খেলাধুলো এবং টিফিন ভাগ করে খেতে পারবেনা।
গাইডলাইনে উল্লেখ রয়েছে, সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, স্কুলের কর্মচারী সকলকেই মাস্ক পরতে হবে। স্কুলে রাখতে হবে আইসোলেশন রুম।স্কুলে ঢুকবার মুখে থার্মাল স্ক্যানিং স্যানিটাইজার রাখতে হবে।ক্লাস ভাগ করে দিতে হবে, একটি বেঞ্চে এক বা দুই জনের বেশি পড়ুয়াকে বসতে দেয়া যাবে না। যারা অনলাইন ক্লাস এর সুবিধা পায়নি তাদের উপর বিশেষ নজর দিতে হবে,তাদের জন্য অতিরিক্ত ক্লাস নিতে হবে এবং তার ব্যবস্থা করবেন স্কুলের প্রধান শিক্ষক/শিক্ষিকা। স্কুলের শিক্ষক শিক্ষিকারা খুব প্রয়োজন ছাড়া এবং যথাযথ কারণ দেখাতে না পারলে স্কুল ছুটি নিতে পারবেন না। সমস্ত গাইডলাইনের একটা করে কপি অভিভাবকদের কাছে দেওয়া হবে।

Related Articles

Back to top button
error: