রাজ্য

বিজেপির কর্মসূচিতে হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: বিজেপির বুথ চলো অভিযান কর্মসূচিতে হামলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় বিজেপি মহিলা মোর্চার নেত্রী সহ কয়েকজন জখম এবং দুটি মোটর বাইকে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে বীরভূমের ইলাম বাজার থানার বিলাতি গ্রাম পঞ্চায়েত এলাকায়। যদিও তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে আদিও নব্য বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে ঘটনা ঘটেছে। ঘটনায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।

বিজেপি ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার বুথ চলো অভিযান কর্মসূচি করে বিলাতি গ্ৰাম থেকে মহেশ্বরপুর_গ্ৰামে যাওয়ার পথে কোপাই নদীর ধারে জনা ২৫ থেকে ৩০ জন দুষ্কৃতী বাহিনী পথ আটকায় এবং মারধর শুরু করে বিজেপি কর্মীদের ওপর বলে অভিযোগ। তাদের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেওয়া হয়,, দুটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি। গুরুতর অবস্থায় বিজেপির কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জখম হয়েছেন মহিলা মোর্চার নেত্রী সুজাতা ঘোষ, ভবানী ওড়াং, পঞ্চায়েতের প্রমুখ, বুথ সভাপতি শেখ জাকির,, এবং সহ সভাপতি আজিজুল মন্ডল সহ আরো কয়েকজন বিজেপি কর্মী। ঘটনায় বিজেপির পক্ষ থেকে ইলামবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন,” তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল আগেই বিজেপিকে পগার পার করার নিদান দিয়েছিলেন। তার দলের কর্মীরা সেটা পালন করতে গিয়েই এদিন বিজেপির মহিলা মোর্চার নেত্রী সহ অন্যান্য কর্মীদের মারধর করেছে। মোটর বাইকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। বিধানসভা নির্বাচনে কালের গতিতে তৃণমূলের অত্যাচারের ফলে বাংলা তৃণমূল মুক্ত হবে এবং অনুব্রত মণ্ডলের অক্সিজেনের পাইপ সাধারণ মানুষ খুলে দেবে”। বিলাতি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফজলুর রহমান বলেন,” বিজেপির আদি ও নব্য কর্মীদের মধ্যে গণ্ডগোলের ফলেই এ ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস কোনভাবেই এই ঘটনার সঙ্গে জড়িত নয়।

Related Articles

Back to top button
error: