রাজ্য

বীরভূমে চায়ে পে চর্চা দিলীপ ঘোষের, আলু-পেঁয়াজের দাম নিয়ে রাজ্যকে কটাক্ষ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য বীরভূমের সিউড়িতে উপস্থিত হয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সমাজের নিচু তলার মানুষ এর সঙ্গে জনসংযোগের হাতিয়ার হিসেবে তিনি বহুদিন আগেই শুরু করেছেন “চায়-পে-চর্চা” কর্মসূচি। এখানেও সেই কর্মসূচি অব্যাহত রাখলেন তিনি। এই প্রচার কর্মসূচির পাশাপাশি স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন মন্তব্যের পাল্টা সমালোচনা করেন তিনি।
বুধবার সকালে সিউড়িতে মর্নিং ওয়ার্ক করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সকালে একটি লজ থেকে তিনি হাঁটতে শুরু করেন। পরে ইরিগেশন কলোনির মাঠেও তিনি হাঁটেন। এরপর ১এর পল্লী মোরে “চায়-পে-চর্চা” কর্মসূচিতে হাজির হন তিনি৷ সেখানে করোনা পরিস্থিতি নিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি আলু পেঁয়াজের দাম বৃদ্ধিতে রাজ্য সরকারকে পাল্টা কটাক্ষ করেন। বাঁকুরায় মুখ্যমন্ত্রীর খাটিয়ায় বসাকেও এদিন কটাক্ষ করেন। অমিত শাহ যেহেতু বাঁকুরায় গিয়েছেন তাই ভয় পেয়ে মুখ্যমন্ত্রীও সেখানে গিয়েছেন বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী বলেছিলেন বিজেপি নেতারা ফাইভস্টার হোটেল থেকে খাবার আনিয়ে আদিবাসী বাড়িতে খেয়েছেন। এদিন তার পাল্টা হিসাবে দিলীপ ঘোষ বলেন সিঁঙ্গুরে অনশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় হোটেল থেকে খাবার আনিয়ে খেতেন। বীরভূমে বোমার কারখানা রয়েছে৷ তৃণমূল নেতাদের বাড়িতে বোমা পাওয়া যাচ্ছে। মন্তব্য করেন দিলীপ ঘোষ।

Related Articles

Back to top button
error: