রাজ্য

ইভটিজিংঃ প্রধানমন্ত্রীর নামে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ

টিডিএন বাংলা ডেস্কঃ পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা যখন তুঙ্গে, কোনো রাজনৈতিক দল প্রতিপক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তে যখন রাজি নয়, প্রতিটি জনসভায় বিরোধী পক্ষকে আক্রমণ করে বাক্যবাণ শানিয়ে চলেছেন রাজনৈতিক নেতৃবৃন্দ ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণকে কেন্দ্র করে অভিযোগ জমা পড়ল কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায়। এই অভিযোগ ইলেকশন কমিশনকেও ফরওয়ার্ড করা হয়েছে।
একটি লিখিত অভিযোগ পত্রে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে “দিদি ও দিদি” বলে কটাক্ষ করেছেন তা ইভটিজিং এর পর্যায়ে পড়ে। বঙ্গ সিটিজেন ফোরাম নামের একটি সংগঠনের পক্ষ থেকে এই অভিযোগ দায়ের করা হয়। অভিযোগে বলা হয় এভাবে প্রকাশ্যে জনসমাবেশে কোন মহিলার উদ্দেশ্যে কটাক্ষ করা হলে তা ইন্ডিয়ান পেনাল কোডের ২৯৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। ২৯৪ ধারায় বলা হয় কাউকে বিদ্রুপ করার উদ্দেশ্যে অঙ্গভঙ্গি করা, শিস দেওয়া, গান করা বা ব্যঙ্গাত্মক টিটকারি করা হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এবং এই ধরনের কাজের সঙ্গে যুক্ত অপরাধীকে তিন মাস পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা উভয় শাস্তি ভোগ করতে হতে পারে।
বেঙ্গল সিটিজেন ফোরামের দাবি তারা বাঙ্গালীদের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে থাকে। তারা আমহার্স্ট স্ট্রিট থানায় দায়ের করা অভিযোগের একটি কপি নির্বাচন কমিশনকে প্রেরণ করেছে। ইতিমধ্যেই এই একই বিষয়ে অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু সে বিষয়ে নির্বাচন কমিশন কোনো কর্ণপাত করেনি। এই প্রথম কোন পুলিশ স্টেশনে এই অভিযোগ দায়ের করা হলো।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে “দিদি দিদি” বলে কটাক্ষ করায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি ইতিপূর্বে বারবার বলেছেন প্রধানমন্ত্রীর আত্মমর্যাদা এবং ভাষা প্রয়োগের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। নারীদের প্রতি অসম্মান সূচক কটাক্ষ প্রধানমন্ত্রীর মুখে মানায় না। তিনি বলেন, আমি ভারতের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। মহিলাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রীর মুখে মানায় না।

Related Articles

Back to top button
error: