রাজ্য

সুজাপুরে ঘটনাস্থল পরিদর্শনে কংগ্রেসের প্রতিনিধি দল, বিজেপি টিমকে ঢুকতে বাঁধা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: মালদার সুজাপুরের প্লাস্টিক কারখানায় বিস্ফোরনের পর ঘটনাস্থল পরিদর্শন করলেন কংগ্রেসের ছয় বিধায়ক। পরে বিধায়ক মোস্তাক আলম বলেন, কংগ্রেসের পক্ষ থেকে মৃতদের ৫০ হাজার টাকা ও আহতদের দশ হাজার টাকা দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে। পাশাপাশি রাজ্যপালের প্রতিক্রিয়াকে ধীক্কার জানাচ্ছি আমরা। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা দেওয়ার দাবি জানান তিনি।

অন্যদিকে মালদার সুজাপুরের ঘটনাস্থলে আসেন বিজেপির রাজ্য কিষান মোর্চার সহ সভাপতি শ্রীরূপা মিত্র চৌধুরী। যদিও তাকে ঘটনাস্থলে ঢুকতে দেওয়া হয়নি বলেই অভিযোগ। এদিন এমনকি মৃতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতি পূরন দাবি করা হয়।
পাশাপাশি রুপা মিত্রকে দেখে ক্ষোভ প্রকাশ করেন এলাকার বাসিন্দারা। তারা জানান, রাজনীতি না করে আহত ও মৃতের পরিবারের পাশে দাঁড়ান ও সাহায্য করুন।

পরে শ্রীরূপা মিত্র চৌধুরী বলেন, বিগত দিনে দেখেছি এখানে বোমা বিস্ফোরন ও আতঙ্কবাদী দেখা গিয়েছে। এত বড়ো বিস্ফোরন স্বাভাবিক ভাবেই এর তদন্ত এনআইএকে দিয়ে করা হয়।

Related Articles

Back to top button
error: