রাজ্য

প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: প্রশিক্ষণ নিতে আসা ভোট কর্মীদের বিক্ষোভ। ইংরেজবাজার শহরের অক্রুরমনি করোনেশন ইনস্টিটিউশনে বিক্ষোভ ভোট কর্মীদের। নির্বাচন কমিশন ভোট কর্মীদের জন্য ১৭০ টাকা বরাদ্দ করলেও দেওয়া হচ্ছে মাত্র ‌১৮ টাকার টিফিন এই অভিযোগ তুলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে স্কুলে গাজলের বিডিও উষ্ণতা মোক্তান ও জেলা প্ল্যানিং অফিসার এস্থা লেপচা পৌছলে তাকে ক্ষোভের কথা জানান ভোট কর্মীরা। এস্থা লেপচা বলেন, ভোট কর্মীদের একাংশ বিক্ষোভ দেখিয়েছে সবাই নয়। গতকাল রাতে অর্ডার এসেছে।ঊর্ধ্বতন আধিকারিকরা যে নির্দেশ এবং সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে। মালদার জেলা শাসক রাজর্ষি মিত্র জানিয়েছেন, গতকাল রাতে অর্ডার এসে পৌঁছেছে এত তাড়াতাড়ি সবকিছু অ্যারেঞ্জ করা সম্ভব হয়নি। পরের ফেজ থেকে সমস্ত কিছু ঠিকঠাক থাকবে। আর তিনিও শুরু হয়েছে তৃণমূল-বিজেপি চাপানউতোর।বিজেপির অভিযোগ এখানেও রয়েছে কাটমানির খেলা। যদিও তৃণমূলের দাবি সরকারি কর্মচারীদের সাথেই রয়েছে সরকার ও প্রশাসন। অন্য কিছু না পেয়ে এখন এই ধরনের অভিযোগ করছে বিরোধীরা।

Related Articles

Back to top button
error: