রাজ্য

অবশেষে চালু হলো কল্যাণী AIIMS-এর আউটডোর পরিষেবা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: রাজ্যবাসীর জন্য সুখবর৷ অবশেষে চালু হলো নদিয়ার কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর বহির্বিভাগ এইমসের বহির্বিভাগ বা ওপিডি। রোগী পরিষেবার জন্য প্রস্তুত কল্যাণী এইমস। প্রাথমিক ভাবে কয়েকটি বিভাগ নিয়ে চালু হলো বহির্বিভাগ পরিষেবা। এইমসের ডিরেক্টর রামজি সিং বলেন, আপাতত মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি অ্যান্ড অবস্ট্রেটিক্স, পেডিয়াট্রিকস, সাইক্রিয়াটিক, ডার্মাটোলজি-সহ মোট ৮টি বিভাগ নিয়ে প্রাথমিকভাবে চালু হবে বহির্বিভাগ।

আরও পড়ুন – ফের অসুস্থ সৌরভ গাঙ্গুলী, বুকে ব্যথার সমস্যা নিয়ে ভর্তি হাসপাতালে

২০১৬ সালে ১৭৯.৮২ একর জমিতে কাজ শুরু হয় এইমসের। নদীয়ার কল্যাণী মহকুমার বসন্তপুর মৌজায় জমি চিহ্নিত করেছিল রাজ্য সরকার। সেই জমিতে গড়ে উঠেছে এইমস। কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র এক কিমি দূরে অবস্থিত এইমস। এদিন অনেকেই এসেছেন আউটডোরে ডক্টর দেখাতে। এইমস চালু হওয়ায় খুশি আমজনতা।

Related Articles

Back to top button
error: