রাজ্য

হাইভোল্টেজ নন্দীগ্রাম, আজ রাজ্য বিধানসভার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ

টিডিএন বাংলা ডেস্ক : হাইভোল্টেজ নন্দীগ্রাম। আজ ১ লা এপ্রিল রাজ্য বিধানসভার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ। মোট ৩০ আসনের জন্য ভোট নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট। দ্বিতীয় পর্যায়ে ভোট হবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ৯টি, বাঁকুড়ার ৮টি, এবং দক্ষিণ ২৪ পরগনার ৪টি আসনে। দ্বিতীয় দফার ভোটে হেভিওয়েট প্রার্থী থেকে হাইভোল্টেজ কেন্দ্র সবই থাকছে আলোচনায়। আজ ৪ জেলার ৩০টি আসনে ১৭১ জন প্রার্থীর ভাগ্য নির্ণয় হবে। এই তালিকায় কেন্দ্রীয় মুখ অবশ্যই নন্দীগ্রাম ও সেখানকার যুযুধান দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। গোটা ভারতের নজরে আপাতত নন্দীগ্রামে। যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে শুভেন্দু অধিকারী, ত্রিমুখী লড়াইয়ের আর এক মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো ও তৃণমূলের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতার একে অপরের বিরুদ্ধে বাকযুদ্ধে রোজই উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতির আবহ।

এক নজরে দেখে নিন ৪ জেলার কোন কোন কেন্দ্র ভোট :

পূর্ব মেদিনীপুর: তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর।
বাঁকুড়া: তালড্যাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী।
পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর।
দক্ষিণ ২৪ পরগনা: গোসাবা, পাথরপ্রতিমা, কাকদ্বীপ, সাগর।

Related Articles

Back to top button
error: