রাজ্য

মোঘলরা কী করে আমাদের হিরো হতে পারে? মোঘল মিউজিয়ামের নাম বদলে শিবাজির নামে করে মন্তব্য যোগী আদিত্যনাথের

টিডিএন বাংলা ডেস্ক: মোঘলরা কী করে আমাদের হিরো হতে পারে? আগ্রার মোঘল মিউজিয়ামের নাম বদল করে দিয়ে শিবাজির নামে করে দিলো যোগী আদিত্যনাথ সরকার। ওই মিউজিয়ামের নাম রাখা হলো ছত্রপতি শিবাজি মহারাজ মিউজিয়াম। এদিন যোগী আদিত্যনাথ বলেন, যে সব জিনিসপত্র দেশের গৌরব, সেগুলিকে তুলে ধরা উচিত, দাস মনোবৃত্তি নয়। মুঘলরা ভারতীয়দের নায়ক হতে পারে না, শিবাজি মহারাজ আমাদের নায়ক। পাশাপাশি মুখ্যমন্ত্রী আগ্রা নগরীর উন্নয়নের কাজ খতিয়ে দেখে বলেন, মোঘলরা কী করে আমাদের হিরো হতে পারে? যা কিছু দাস মনোবৃত্তির চিহ্ন বহন করে সে সবই বদলে ফেলা হবে বলেও মন্তব্য ককরেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে তাজ মহলের কাছে শিল্পগ্রামে মিউজিয়াম নির্মাণ শুরু হয়। তাজ মহলের পূর্বদিকের দরজা থেকে ১ কিলোমিটারের মত দূরে এই মিউজিয়াম।

Related Articles

Back to top button
error: