রাজ্য

করোনা পরিস্থিতিতে কোনো টেস্ট নয়, সরাসরি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দেবে পরীক্ষার্থীরা: জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কোভিড পরিস্থিতিতে আগামী বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বড় খবর। এদিন মন্ত্রিসভার বৈঠকের পর শিক্ষা দফতরের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানান, শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছে চলতি বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কোনও টেস্ট পরীক্ষা হবে না। সরাসরি ২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে দশম ও দ্বাদশ শ্রেণিতে পাঠরত সকল পড়ুয়া।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ঘোষণা করে জানান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের কোনো টেস্ট পরীক্ষা দিতে হবে না। তাদের এমনিতেই আসল পরীক্ষায় বসতে দেওয়া হবে। প্রসঙ্গত, অন্য সব বারেই টেস্ট পরীক্ষা দিতে হয় উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পরীক্ষায় বসা ছাত্র ছাত্রীদের। টেস্ট এ উত্তীর্ণ হলে তবেই বসতে দেওয়া হয় আসল পরীক্ষায়। কিন্তু আজ মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এই পরীক্ষা বাতিল করা হলো। সমস্ত ছাত্রছাত্রী একেবারেই আসল পরীক্ষায় বসতে পারবে।

Related Articles

Back to top button
error: