রাজ্য

করোনা আবহের মাঝে সরকারী রীতি মেনে ঈদের নামাজ পড়লেন মুসলিমরা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মুর্শিদাবাদ: ক্রমবর্ধমান করোনা ভাইরাস প্রতিরোধে সরকার, প্রশাসন ও মুসলিম নেতৃবৃন্দের আহ্বানে সাড়া দিয়ে তৃতীয়বারের মতো বাড়ি ও নিজ নিজ মসজিদে ঈদুল ফিতর উদযাপন করলেন মুসলিমরা। শুক্রবার গোটা দেশের পাশাপাশি মুর্শিদাবাদেও সকাল থেকেই নিজ নিজ বাড়ি ও পাড়ায় ছোট ছোট জমায়েত করে ঈদের নামাজ আদায় করেন মুসলিম সম্প্রদায়। করোনা সহ সমস্ত বিপদ দূর করতে আল্লাহর দরবারে দুহাত তুলে মোনাজাতও করা হয়।

উল্লেখ্য, টানা একমাস ধরে সিয়াম সাধনার পর আজ শুক্রবার খুশির ঈদ উদযাপিত হচ্ছে ভারতীয় উপমহাদেশে। করোনার প্রাদুর্ভাবের মাঝেই ভারতীয় উপমহাদেশের সর্বত্রই সমারোহে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বৃহস্পতিবারই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ। আজ ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হচ্ছে। করোনার প্রকোপ রুখতে এবারের ঈদে বাড়ি ও ছোট ছোট জামায়াত করে নামাজ পড়ার আহবান জানিয়েছিলেন মুসলিম নেতৃবৃন্দ। সেই আহ্বানে সাড়া দিয়েই নামাজ আদায় করলেন মুসলিমরা।

Related Articles

Back to top button
error: