রাজ্য

বাড়ির সামনে জওয়ান মোতায়েন, নজরদারি চালানোর অভিযোগ মহুয়া মৈত্রের

টিডিএন বাংলা ডেস্ক: দিল্লীতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বাড়ির সামনে জওয়ান মোতায়েন। আর যা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর ওপর নজরদারি চালানোর অভিযোগ তুললেন সাংসদ মহুয়া মৈত্র। ট্যুইটে তিনি লিখেছেন, দেশের বীর তরুণরা বিএসএফে যোগ দেন সীমান্তে প্রহরার জন্য। তাঁদের আমার বাড়ির সামনে দারোয়ানের কাজ দেওয়াটা কি হাস্যকর নয়? তিনজন বিএসএফ জওয়ান সশস্ত্র অবস্থায় আমার বাড়ির সামনে মোতায়েন। তাদের দাবি, বরাখাম্বা রোড থানার নির্দেশে আমাকে সুরক্ষা দেওয়ার জন্য তাঁরা এসেছেন। আমি ভারতের স্বাধীন নাগরিক। দেশের মানুষই আমাকে রক্ষা করবেন। এদিন তিনি জওয়ানদের বাড়ির সামনে থেকে সরিয়ে নিতে অমিত শাহকে অনুরোধ করেন মহুয়া।

Related Articles

Back to top button
error: