Highlightরাজ্য

আগামী জুলাইমাসে সল্টলেকের সেন্ট্রাল পার্কে কলকাতা বইমেলা

নিজস্ব সংবাদদাতা,টিডিএন বাংলা,কলকাতাঃ আসন্ন বিধানসভা নির্বাচনের পরেই আগামী জুলাইমাসে সল্টলেকের সেন্ট্রাল পার্কে বসতে চলেছে কলকাতা বইমেলা এমনই জানিয়েছে বইমেলা কর্তৃপক্ষ। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে সাংবাদিক সম্মেলনে একথা জানান। পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফে বৃহস্পতিবার একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের কারণে ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় পিছিয়েছে। সেটি হবে জুলাই মাসে।

“এবছর বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সেই সাথে প্রতিবেশি দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিষয়টি গুরুত্ব দিয়ে এবারের থিম হবে কান্ট্রি বাংলাদেশ। এবার মেলা উৎসর্গ করা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার নামে।’’- এ কথা জানান গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে।

এছাড়াও আরও জানানো হয় যে, এবারের মেলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মজয়ন্তী ও সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ পালিত হবে। এদিকে কলকাতা বইমেলার আয়োজন নিয়ে তৎপর গিল্ড জানিয়েছে, সল্টলেকের সেন্ট্রাল পার্কেই হবে মেলাদা , এই প্রথম কলকাতা বইমেলায় উদযাপিত হবে একুশে ভাষা উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কে স্মরণ করে হবে এই অনুষ্ঠান।

Related Articles

Back to top button
error: