Highlightরাজ্য

চম্বল থেকে নেতা আসুক, চম্বলের সংস্কৃতি এলে গোল্লায় যাবে বাংলা: দিলীপ ঘোষকে কটাক্ষ ফিরহাদ হাকিমের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ২০১১ এবং ২০১৬ সালে বাংলার মানুষ রাজ্যে চালানোর অধিকার দিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে রাজ্য চালানোর অধিকার দেবে মমতা ব্যানার্জির নেতৃত্বে। কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য বাহিনীর নেতৃত্বে ভোট হোক – তাতে তোয়াক্কা করে না তৃণমূল। মানুষের ওপর আস্থা আছে তাদের। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের জবাব এই ভাষাতেই দিলেন তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেন, উত্তরপ্রদেশে বা গুজরাতে সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসতে পারে, পশ্চিমবঙ্গে কোনদিনই কোন সাম্প্রদায়িক দল ক্ষমতায় আসবে না।
দিলীপ ঘোষের বক্তব্যের কড়া জবাব দিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, বিজেপি নেতারা খুনখারাপি করতে আসে। বাংলার সংস্কৃতিতে তা চলবে না। বাংলার মানুষ আইনের শাসন পছন্দ করে। এই তৃণমূল নেতা বলেন চম্বল থেকে নেতা আসুক, কিন্তু বাংলায় চম্বলের সংস্কৃতি চলে এলে গোল্লায় যাবে বাংলা।

Related Articles

Back to top button
error: