রাজ্য একঝাঁক বাঁদরের মধ্যে একা সিংহি, বিজেপিকে তোপ মহুয়া মৈত্রের By TDN Bangla - 24 January 2021 Facebook Twitter Pinterest WhatsApp Viber Email Print টিডিএন বাংলা ডেস্ক: একঝাঁক বাঁদরের মধ্যে একা সিংহি। বিজেপিকে তোপ দাগলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ট্যুইটে তিনি লিখেছেন, একঝাঁক বাঁদরের মধ্যে একা সিংহির মতো দাঁড়িয়ে রইলেন তিনি। মমতাদির দলের সদস্য হিসেবে এতটা গর্বিত আগে হইনি।