রাজ্য

মহিলাদের বুথ এজেন্ট করার প্রস্তাব মমতার

টিডিএন বাংলা ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিভিন্ন বুথে নির্বাচনী এজেন্ট নিয়োগ করার ক্ষেত্রে মহিলাদেরকে গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন। তিনি আরামবাগের একটি কর্মী বৈঠক পার্টির নেতৃত্বকে নির্দেশ দিয়ে বলেন, যে সকল বুথে বিজেপির হুমকিতে এজেন্টদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেখানে মহিলাদেরকে এজেন্ট নির্বাচিত করুন। ১ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের নির্বাচনে নন্দীগ্রামের প্রায় ২৮ টি বুথে তৃণমূল কংগ্রেস এজেন্ট দিতে পারেনি। বিজেপির হুমকি ও চাপের মুখে তৃণমূলের এজেন্টরা পালিয়ে আসে বলে অভিযোগ। এই অবস্থার পরিপেক্ষিতে তৃণমূল সুপ্রিমোর দাবি সাহসী মহিলাদেরকে এজেন্ট করা হোক। যারা কথা বলতে পারবে তর্ক করতে পারবে অন্যায়ের কাছে মাথা নত করবে না। মমতা ব্যানার্জি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমার কন্যাশ্রী মহিলাদের এবং ছাত্রীদেরকে এগিয়ে দিন। অন্যায়ের বিরুদ্ধে গণতন্ত্র রক্ষার স্বার্থে সাহসের সঙ্গে তারা লড়াই করবে।

Related Articles

Back to top button
error: