রাজ্য

বীরভূমের বিস্ফোরণের ঘটনায় তদন্তে এনআইএ

কৌশিক সালুই, টিডিএন বাংলা, বীরভূম: বারুদের স্তূপে দাঁড়িয়ে থাকা বীরভূমে দুটি বিস্ফোরণের ঘটনার তদন্তে এবার ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির দল। লোকপুর এবং সাহাপুর থানা এলাকার বিগত বছরের দুটি বিস্ফোরণের ঘটনায় তদন্তে তিন সদস্যের একটি দল। তদন্তকারী অফিসাররা বিগত দু’দিন ধরে দুটি বিস্ফোরণস্থলে নমুনা সংগ্রহ এবং এলাকায় জিজ্ঞাসাবাদ করেন।
বাম জমানায় হোক বা বর্তমান তৃণমূল জমানা। বীরভূম জেলায় বিস্ফোরণ নিয়মিত। এবার বিগত বছরের দুটি বিস্ফোরণ এর ঘটনায় তদন্ত শুরু করলেন নেশনাল ইনভেস্টিগেশন এজেন্সির দল। গত বুধবার লোকপুর থানার গানপুর গ্রামে বাবলু মন্ডল এর বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় এনা এর সদস্যরা নমুনা সংগ্রহ করেন এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন। বিগত বছরের কুড়ি সেপ্টেম্বর বাবলু মন্ডল এর বাড়িতে বিস্ফোরণ হয় এবং তার বাড়ি একাংশ উড়ে যায়। অন্যদিকে দুবরাজপুরের সাহাপুর পঞ্চায়েতের রেঙ্গুনী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি শেখ বদরুদ্দোজার বাড়িতে বিস্ফোরণের ঘটনায় বৃহস্পতিবার এন আই এ সদস্যরা তদন্ত শুরু করেন। সেখানে অবস্থানরত জিজ্ঞাসাবাদ করে নমুনা সংগ্রহ করেন। বিগত বছরের ১৯ আগস্ট তার বাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে বাড়ির একাংশ ভেঙে যায়। স্থানীয়রা মজুদ বোমা বিস্ফোরণ সেসময় দাবি করেছিল। বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন,” বিগত বছরের দুটি পুরনো বিস্ফোরণের মামলায় এনআইএর সদস্যরা তদন্ত করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে সেই সদস্যদেরকে সাহায্য করা হয়েছে”।

Related Articles

Back to top button
error: