রাজ্য

বোমা বাঁধতে গিয়ে হাত উড়ে গেল এক ব্যক্তির, জখম বেশ কয়েকজন

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, বীরভূম: বোমা বাধতে গিয়ে হাত উড়ে গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে শুক্রবার বীরভূমের দুবরাজপুর থানার আমুরি গ্রামে। ঘটনায় আরো ৩থেকে ৪ জন জখম হয়েছেন। হাত উড়ে যাওয়া ব্যক্তিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে বোমা কি কারনে তৈরি করা হচ্ছিল সে বিষয়টা পরিষ্কার নয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে আমুরি গ্রামের মালপাড়ার কাছে ইট ভাটার পাশে একটি বাঁশ বাগানের মধ্যে শেখ ইয়াসিন নামে এক ব্যক্তি কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তার বাড়ি পার্শ্ববর্তী ঝিরুল গ্রামে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল পাঠানো হয়। তার দুটি হাত ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ এর ফলেই ঘটনা ঘটেছে।

যদিও ওই এলাকায় কেউ বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়নি। অন্য কোথাও বোমা বানাচ্ছিল। সেই ঘটনাস্থলে বিপত্তি ঘটে যাওয়ায় তাকে সেখান থেকে তুলে বাড়ির কাছাকাছি জায়গায় অন্যান্য সহযোগীরা রেখে দিয়ে চলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বাকি সঙ্গীদের এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। ওই ব্যক্তিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। রাজনৈতিক সংঘর্ষ না কোন দুষ্কৃতী মূলক কাজের জন্য বোমা গুলি তৈরি করেছিল সে বিষয়ে এখনও পর্যন্ত কেউ কিছু বলতে পারেনি। ঘটনাস্থলের দুবরাজপুর থানার বিশাল পুলিশবাহিনী গিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

 

Related Articles

Back to top button
error: