রাজ্য

নবান্ন অভিযানে জখম ডিওয়াইএফআই কর্মী মৃত্যু ঘিরে রাজনৈতিক তরজা

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: নবান্ন অভিযানে জখম বাম যুব সংগঠন ডিওয়াইএফআই কর্মী মৃত্যু। সোমবার সকালে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যু হয় মইদুল ইসলাম মিদ্দা(৩১) নামে বাঁকুড়ার ওই যুব নেতার। এদিকে বাম যুব নেতার মৃত্যু ঘিরে রীতিমতো রাজনৈতিক তরজা শুরু হয়েছে। উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি কলকাতায় ১০টি বামপন্থী ছাত্র যুব সংগঠনের ডাকে নবান্ন চলো কর্মসূচিতে যোগ দিতে বাঁকুড়ার কোতুলপুর থেকে এসেছিলেন মইদুল। এলাকায় তিনি ফরিদ নামে পরিচিত। সেদিন পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি। তাঁকে ডাক্তার ফুয়াদ হালিমের অধীনে নার্সিং হোমে ভর্তি করা হয়েছিল। রবিবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁকে লাইফলাইন নার্সিং হোমে ভর্তি করা হয়। সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। তিনি কোতুলপুরের শিহর-গোপীনাথপুর অঞ্চলের বাসিন্দা। মইদুল ইসলাম পেশায় অটোচালক। বাড়িতে তাঁর বৃদ্ধা মা, স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।

Related Articles

Back to top button
error: