Highlightরাজ্য

সিএএ, এনআরসির-বিরুদ্ধে পার্ক সার্কাসের ধর্নামঞ্চের বছর পূর্তিতে মিছিল

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: গত বছর থেকেই দেশ জুড়ে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএর সাথে এনআরসি, এনপিআরের বিরুদ্ধে বিভিন্ন জায়গাতে মিছিল, র‍্যালী, ধর্ণা মঞ্চের মাধ্যমে সোচ্চার হয়েছিল নাগরিক সমাজ। পিছিয়ে ছিলেন না ঘরের মহিলারাও। তাঁরাও পথে নেমে ছিলেন এই আইনের বিরুদ্ধে। করােনা পরিস্থিতিতেও মানুষ সােচ্চার হয়েছেন। বর্তমানে যুক্ত হয়েছে কৃষি আইন প্রত্যাহারের দাবিও। সেই দাবিকে সামনে রেখে এবং পার্ক সার্কাস ময়দানে ধরনা মঞ্চের নেত্রী আসমত জামিলের নেতৃত্বে মহিলাদের ধরনা মঞ্চের বর্ষপূর্তিতে মিছিলে হাঁটল নাগরিক সমাজ।

বৃহস্পতিবার দুপুরে মল্লিকবাজার থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট পর্যন্ত হাঁটেন কয়েকশাে মানুষ। এ দিন আসমত জামিল বলেন, “যেসব আইন দেশের সাধারণ মানুষের অধিকার কেড়ে নেবে তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন। আমরা এনআরসি, এনপিআর ও সিএএ – র বিরুদ্ধে পথে রয়েছি , আমৃত্যু থাকব, কৃষি আইনের বিরােধিতায় দেশজুড়ে যে আন্দোলন হচ্ছে, আমরা তার সপক্ষে রয়েছি।” প্রসঙ্গত, দিল্লির শাহিনবাগের আদলে গত বছরের এ দিনেই পার্ক সার্কাস ময়দানে ধরনা শুরু হয় । আন্দোলনে এক বৃদ্ধা মারাও গিয়েছিলেন। অন্যদিকে, আসমত জামিল নিজে ক্যানসার আক্রান্ত । তাঁর চিকিৎসা চলছে । এ দিন তিনি হুইল চেয়ারে বসেই মিছিলের পথ অতিক্রম করেন সঙ্গে ছিলেন, নাট্যকর্মী রত্না রায়, সুমন সেনগুপ্ত, দেবু দাস, শম্পা সিরিন, সুখনন্দন সিং আলুওয়ালিয়া প্রমুখ।

 

Related Articles

Back to top button
error: