রাজ্য

দ্রব্যমূল্য বৃদ্ধি ও কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ওয়েলফেয়ার পার্টির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, মালদা: দ্রব্যমূল্য বৃদ্ধি ও কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করলো ওয়েলফেয়ার পার্টি। মঙ্গলবার ওয়েলফেয়ার পার্টির রতুয়া বিধানসভা কমিটির উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য সহ সভাপতি মাহফুজুর রহমান, রাজ্য সম্পাদক শাহজাহান আলী ও আবু তাহের আনসারী, ফ্র্যাটারনিটি মুভমেন্টের রাজ্য সভাপতি তথা গত বিধানসভা নির্বাচনের ওয়েলফেয়ার পার্টির প্রার্থী আরাফাত আলী। এদিনের সভা থেকে, অবিলম্বে সামসী ফ্লাই ওভার নির্মাণ, মালদা – কাটিহার ও এনজেপি রুটে প্যাসেঞ্জার ট্রেন চালু, সামসী স্টেশন ম্যানেজার মারফত কাটিহার ডিআরএমের নিকট ডেপুটেশন ও গণস্বাক্ষর সংবলিত কপি তুলে দেওয়া হয়। ডেপুটেশনে পার্টির রাজ্য সম্পাদক মুহা :শাহজাহান আলী, জেলা সভাপতি ইউসুফ আলী, জেলা সম্পাদক জানিউল ইসলাম সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। সভা থেকে পার্টির নেতৃবৃন্দ অবিলম্বে সামসি রেলগেটে ফ্লাইওভার নির্মাণ, এলাকার জনগণের নিত্য দিনের সমস্যা সমাধানের জন্য অবিলম্বে মালদা-কাটিহার ও এনজেপি রুটে প্যাসেঞ্জার ও অন্যান্য ট্রেন পুনরায় চালু, বিশেষ ট্রেনের নামে সাধারণ মানুষের কাছ থেকে অতিরিক্ত চার্জ নেওয়া বন্ধ করার দাবি জানান।

Related Articles

Back to top button
error: