রাজ্য

ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ স.এর অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ সংখ্যালঘু যুব ফেডারেশনের

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ স.এর অবমাননার বিরুদ্ধে বিক্ষোভ সভা করলো সংখ্যালঘু যুব ফেডারেশন। বুধবার সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে ধর্মতলায় বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

পরে এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান জানান, সম্প্রতি ফ্রান্সে সংঘটিত আমাদের প্রাণপ্রিয় আদর্শ হযরত মুহাম্মদের সা. চরিত্রের জন্য অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফরাসি সরকার কর্তৃক তা সমর্থন এবং এই প্ররোচনায় বিভ্রান্ত হয়ে পথভ্রষ্ট কিছু যুবকের সন্ত্রাসী আক্রমণের কঠোর ভাষায় তীব্র নিন্দা করছি। সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনো যুক্তিতে ও অজুহাতে আমরা সমর্থন করিনা। সব সহিংসতা সন্ত্রাস। সহিংসতা মুসলিম করলে সন্ত্রাস আর অমুসলিম করলে বন্দুকবাজ! অশ্বেতাঙ্গরা করলে সন্ত্রাস আর শ্বেতাঙ্গরা করলে উগ্র জাতীয়তাবাদী দ্বারা বিচ্ছিন্ন ঘটনা। তিনি বলেন, বেসরকারি সংগঠন সহিংসতা করলে সন্ত্রাস আর সরকারি লাইসেন্স প্রাপ্ত বন্দুকবাজ করলে শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। আইনের অনুশাসন না মেনে প্রতিটি হত্যা সন্ত্রাস। সন্ত্রাসের সংজ্ঞা নির্দিষ্ট কোনো সরকার অথবা গণমাধ্যমের মালিক করতে পারে না। আমরা মনে করি, উগ্র জাতীয়তাবাদী হোক অথবা উগ্র মৌলবাদী সহিংসতা অপরকে সন্ত্রস্ত করতে করা হয়।

প্রতিটি সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ড। আমরা প্রতিটি সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা করছি। যারা নিজেদের ধর্মাচরণের যৌক্তিকতা, ঐতিহাসিকতা ও সত্যতা বিচার করতে চায়না, তারা অপরের ধর্ম ও জীবন দর্শন বিচার করার কোনো নৈতিক অধিকার রাখে না। তিনি অপরের ধর্ম ও জীবন দর্শনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও শান্তি ও স্থিতিশীলতার জন্য জাতীয় সংহতি ও আন্তর্জাতিক ঐক্য বজায় রাখার আহবান জানান।

Related Articles

Back to top button
error: