রাজ্য

পুলিশ লকাপে নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপির

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: মল্লারপুর থানার পুলিশ লকাপে নাবালকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি বিজেপি নেতৃত্বের। পাশাপাশি ওই এলাকাই বিজেপির ডাকা বনধ পালিত হচ্ছে। গত কাল মল্লারপুর থানায় অস্বাভাবিক মৃত্যু হয় শুভম মেহেনা নামে ১৪ বছর বয়সী এক নাবালকের। সেই ঘটনায় বিজেপির প্রতিবাদ কর্মসূচিতে এদিন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর সংসদ সৌমিত্র খান উপস্থিত হন। তিনি ছাড়াও তাদের সংগঠনের জেলা নেতৃত্ব ছিলেন। স্থানীয় বিজেপি কার্যালয় থেকে তাদের বিক্ষোভ মিছিল এলাকায় বের হয়। মল্লারপুর থানা ঘেরাও করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয় তাদের। কিছুক্ষণ বিজেপির কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশের বাধা পেয়ে সেখানেই বসে পড়ে বিজেপির আন্দোলনকারীরা। অন্যদিকে ওই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মল্লারপুর এলাকায় ডাকা বারো ঘণ্টার বন্ধ পালিত হচ্ছে। বিজেপি নেতৃত্বের দাবি বনধ সর্বাত্মক পালিত হচ্ছে। বিজেপি নেতৃত্বের আরও দাবি কলকাতার রাজপথে তথা সারা রাজ্য জুড়ে এই মৃত্যুর ঘটনায় আন্দোলন করা হবে। কোনভাবেই আত্মহত্যা নয় এটা তৃণমূল নেতৃত্বের সঙ্গে চক্রান্ত করে খুনের ঘটনা। পাশাপাশি ঘটনার সিবিআই তদন্ত দাবি করা হয়েছে।

Related Articles

Back to top button
error: