রাজ্য

নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আগামী কাল ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিলো বামেরা

টিডিএন বাংলা ডেস্ক: নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে আগামীকাল ১২ ঘন্টার ধর্মঘটের ডাক দিল বাম সংগঠনগুলি। এ প্রসঙ্গে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন,”যাঁরা দাবি তুলছে, দুর্নীতির দিকে আঙুল তুলছে, তাঁদের উপর পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে। আহতদের ক্ষতিপূরণ দিতে হবে। বামপন্থীরা দমবে না।” শুধু তাই নয়, প্রশাসনের এহেন ভূমিকাকে জালিয়ানওয়ালাবাগের সঙ্গে তুলনা করে রাজ্যবাসীকে প্রতিবাদী বন্ধে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন বাম ও বাম সহযোগী দলগুলির পক্ষ থেকে এ প্রসঙ্গে বিবৃতি দেন বিমান বসু।

বৃহস্পতিবার রাজ্যে নয়া শিল্প স্থাপন, বেকারত্ব-সহ একাধিক ইস্যুতে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দেয় বাম এবং কংগ্রেসের ১০টি ছাত্র ও যুব সংগঠন। কলেজস্ট্রিট থেকে মৌলালী হয়ে এসএম এনার্জির রোড ধরে এই মিছিল পৌঁছেই দরিনা ক্রসিংয়ে। সেখানেই এই মিছিল কে আটকে দেয় পুলিশ। বাধাপ্রাপ্ত হতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মুহুর্তের মধ্যে রণক্ষেত্রের আকার নেয় ধর্মতলা চত্বর। একদিকে ছোঁড়া হতে থাকে ইট-পাটকেল আর অপরদিকে, পরিস্থিতি সামলাতে পাল্টা বেধড়ক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, জলকামান প্রয়োগ করে পুলিশ। এই ঘটনায় বেশ কয়েকজন বাম ও কংগ্রেসের যুব কর্মী সমর্থকরা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

Back to top button
error: