রাজ্য

কালী পুজোর আগেই চালু হতে চলেছে নতুন মাঝেরহাট ব্রিজ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, কলকাতা: কালী পুজোর আগেই চালু হতে চলেছে নবনির্মিত মাঝেরহাট ব্রিজ। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মাঝেরহাট ব্রিজের একাংশ ভেঙে পড়েছিল। সম্পূর্ণ ব্রিজটাই ভেঙে ফেলে নতুন করে নির্মানের পক্ষে মত দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই মত নতুন করে ব্রিজ নির্মানের কাজ শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এক বছরের মধ্যে এই নতুন ব্রিজের কাজ সম্পন্ন হবে। লকডাউনের জেরে প্রায় দেড় মাস নির্মাণ পুরোপুরি বন্ধ ছিল৷ ব্রিজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ ছিল ৭৫ মিটার রেললাইনের ওপর কাঠামো তৈরি করার কাজ৷ তবে এবার রেললাইনের ওপর ইস্পাতের কাঠামো তৈরী করা হয়।
মাঝেরহাট বিপর্যয়ের এক বছরের মধ্যে সেতু তৈরি করা হবে বলে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্য এবং রেলের মধ্যে টানাপড়েনের কারণে বহু বার কাজ থমকে গিয়েছে। রেললাইনের উপরে সেতু তৈরির ছাড়পত্র দেননি ‘রেলওয়ে সেফ্‌টি কমিশনার'(সিআরএস)। এ নিয়ে দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে। পূর্ত দফতর সূত্রে খবর, চার লেনের এই সেতু প্রায় ৭০০ মিটার লম্বা। ভারবহন করতে পারবে প্রায় সাড়ে তিনশো টনেরও বেশি। ৭৮ মিটার অংশে বসেছে স্টিলের পাত। কলকাতায় এই প্রথম কেবল স্ট্রেট রেল ওভারব্রিজ হয়েছে। দেখতে হবে অনেকটা দ্বিতীয় হুগলি সেতুর মতো। নতুন রূপে মাঝেরহাট সেতু চালু হলে বেহালা, নিউআলিপুর, ঠাকুরপুকুর-সহ দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অংশের সঙ্গে কলকাতার যোগাযোগ আগের মতোই স্বাভাবিক হবে।

Related Articles

Back to top button
error: