রাজ্য

এবার করোনায় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী

টিডিএন বাংলা ডেস্ক : করোনার ভয়ে গোটা দেশে, বাড়ছে সংক্রমণ। এদিকে রাজ্যে চলছে বিধানসভা নির্বাচন। এরমধ্যে এবার করোনায় আক্রান্ত হলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনিও বিধানসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রের প্রার্থী। গত ১০ তারিখে চতুর্থ দফায় সেখানে ভোটগ্রহণ হয়েছে। জানা গেছে, মৃদু উপসর্গ দেখা দেওয়ায় মঙ্গলবার রাতেই সুজনবাবুকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর বুকের স্ক্যানও করা হয়েছে। বছর খানেক আগে সুজন চক্রবর্তীর গাড়ি চালক করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় সুরক্ষার কারণে বেশ কয়েকদিনের জন্য নিভৃতবাসে (আইসলেশনে) চলে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তাঁর কোভিড টেস্টও হয়েছিল সে সময়। তবে রিপোর্ট নেগেটিভ আসে।

তবে এবারে দেশজুড়ে চলতে থাকা কোভিডের দ্বিতীয় ওয়েভে অনেক ভোটপ্রার্থীই করোনার কবলে পড়েছেন। এই তালিকায় চুঁচুড়ার তৃণমূল প্রার্থী অসিত মজুমদার রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ও জঙ্গিপুরে আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী সেই সাথে মুরারইয়ের বিদায়ী বিধায়ক আবদুর রহমানের প্রাণ কেড়েছে করোনা।

Related Articles

Back to top button
error: