রাজ্য

ঈদের দিনে ভোট তাই দিন পরিবর্তনের দাবী জামায়াতের

টিডিএন বাংলা ডেস্ক: সামশেরগঞ্জ ও জঙ্গিপুর বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী দুজন প্রার্থী করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার কারনে ২৬ শে এপ্রিল, ২০২১ অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ স্থগিত হয়ে যায়। নির্বাচন কমিশন নতুন করে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে দেখা যাচ্ছে কমিশন ওই দুই কেন্দ্রে আগামী ১৩ ই মে ২০২১ নতুন নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করেছে। এই ১৩ ই মে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করার বিষয়ে আপত্তি জানিয়েছেন জামায়াতে ইসলামী হিন্দের পশ্চিম বঙ্গ সভাপতি মাওলানা আব্দুর রফিক। আব্দুর রফিক এক বিবৃতিতে বলেন, ১৩ ই মে সম্ভাব্য ঈদ-উল-ফিতরের দিন যা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উৎসবের দিন। এই উৎসব শুধু মুসলিম সমাজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এই উৎসবে সামিল হয়ে থাকে। ফলে এই দিনে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা কোনো ভাবেই সমর্থনযোগ্য হতে পারে না। এই দুই কেন্দ্রে মুসলিম সম্প্রদায়ের অধিকাংশ মানুষ বসবাস করেন। ফলে নির্বাচন কমিশনের মত একটি দায়িত্বশীল সাংবিধানিক সংস্থা কিভাবে এই দিনে নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করলো তা কোনো ভাবেই বোধগম্য নয়। তাই নির্বাচন কমিশনকে অবিলম্বে এই তারিখ পরিবর্তন করার আহ্বান জানান মাওলানা আব্দুর রফিক। তিনি আশা পোষণ করেন নির্বাচন কমিশন দ্রুত এই তারিখ পরিবর্তন করে নতুন দিনক্ষণ ঘোষণা করবেন।

Related Articles

Back to top button
error: