রাজ্য

ব্যাপক মানুষের উপস্থিতি, বর্ণাঢ্য মিছিল করে নমিনেশন জমা দিলেন ওয়েলফেয়ার পার্টির রতুয়া কেন্দ্রের প্রার্থী আরাফাত আলি

নিজস্ব প্রতিবেদন,টিডিএন বাংলা, মালদা: ব্যাপক মানুষের উপস্থিতির মধ্যে বর্ণাঢ্য মিছিল করে নমিনেশন জমা দিলেন ওয়েলফেয়ার পার্টির রতুয়া কেন্দ্রের প্রার্থী মাষ্টার আরাফাত আলি। বুধবার মালদা জেলা শাসকের দপ্তরে নমিনেশন জমা করার আগে শহরে পদযাত্রা হয়। ওই শোভাযাত্রায় ব্যাপক মানুষের উপস্থিতি ছিল। এদিন ওয়েলফেয়ার পার্টির রাজ্য সম্পাদক শাজাহান আলী,মুজাফফর শেখ সহ রতুয়া কেন্দ্রের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। নমিনেশন জমা দেবার আগে আরাফাত আলি সাংবাদিকদের জানান, জেতার ব্যাপারে তিনি আশাবাদী।

তাঁর মন্তব্য, খেলা হবে নয়, রতুয়ার উন্নয়ন করতে হবে। দীর্ঘদিন এই বিধানসভায় সিপিএম ও কংগ্রেস ক্ষমতায় ছিল। এই দলদুটি কিছুই করেনি। বিধায়ক আবার দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। জনগণের সঙ্গে ধোকা দিচ্ছে এইসব দল। আর বিজেপি ভারতকে শেষ করে এবার বাংলাকে শেষ করতে উঠে পড়ে নেমেছে। গ্যাসের দাম সাড়ে ন’শো টাকা। পেট্রোল,ডিজেল,কেরোসিন কেনার উপায় নেই। করোনার মধ্যেও নরেন্দ্র মোদির বিজেপি সরকার জনগণকে মেরে ফেলার চক্রান্ত করছে।

আরাফাত আলি আরও বলেন, মানবিকতা বলে বিজেপি সরকারের কিছু নেই। তাই একমাত্র বিকল্প ওয়েলফেয়ার পার্টি। আজ কংগ্রেসের বিধায়ক তৃণমূল করছে,কাল উনি বিজেপিতে যাবেন না তার গ্যারান্টি আছে? আসলে কংগ্রেস, তৃণমূল, সিপিএম সবাই বিজেপিকে শক্তিশালী করছে। এদিন মালদা জেলার নমিনেশন জমা দেওয়ার প্রথম দিন ছিল। নিরাপত্তা ছিল আঁটোসাঁটো।

Related Articles

Back to top button
error: