জঙ্গীযোগ সন্দেহে বীরভূম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো এসটিএফ

নিজস্ব সংবাদদাতা, টিডিএন বাংলা, বীরভূম: জঙ্গীযোগ সন্দেহে বীরভূম থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো এসটিএফ। বাড়ি থেকে তাকে বৃহস্পতিবার রাত্রে গ্রেপ্তার করে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধৃত ব্যক্তি হলেন নাজিবুল্লাহ(৫০)। বাড়ি বীরভূমের পাইকর থানার কাশিমনগর গ্রামে। বাড়ি সংলগ্ন জায়গায় একটি সাইবার ক্যাফে ও চায়ের দোকান আছে তার। ধৃত ব্যক্তিকে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর এনআইএ আটক করে জিজ্ঞাসাবাদ করেছিল। যদিও সেই সময় তার কাছে কোন জঙ্গী যোগের সন্দেহ জনক কোন কিছু পাওয়া যায়নি। তার পরেই তাকে ছেড়ে দিয়েছিল এনআইএ বলে জানা যায়। ইতিমধ্যেই তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে রাজ্য পুলিশের এসটিএফের। সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেটের মাধ্যমে সন্দেহজনক কাজকর্ম করছিল নাজিবুল্লাহ। অল্পবয়সী ছেলেমেয়েদের মগজধোলাইয়ের কাজ করতো বলে অভিযোগ। এস টি এফ ও জেলা পুলিশের যৌথ অপারেশনের তাকে বাড়ি থেকে রাত্রে বেলায় গ্রেপ্তার করা হয়। বাড়িতে স্ত্রী ও মেয়ে বর্তমান। যদিও পরিবারের লোকজনের দাবি নাজিবুল্লাহ কোনভাবেই সন্ত্রাসবাদি কাজ কর্মের সঙ্গে যুক্ত নয়।