HighlightNewsরাজ্য

“বঙ্গ-বিজেপিতে লবি-বাজি বন্ধ হোক”, বিষ্ফোরক মন্তব্য বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার

টিডিএন বাংলা ডেস্ক: বিজেপিতে বড়োসড়ো ভাঙ্গন করে আজই গেরুয়া শিবির ছেড়ে ফের ঘাসফুল শিবিরে প্রত্যাবর্তন করছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। একইসাথে প্রত্যাবর্তন করছেন তার পুত্র শুভ্রাংশু রায়ও। মুকুল রায়ের এহেন প্রত্যাবর্তন ঘিরে সকাল থেকেই তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। মুকুল রায়ের এই প্রত্যাবর্তনের পেছনে ঠিক কি কারণ রয়েছে তা নিয়ে চলছে জল্পনা। অনেকের মতে দলে শুভেন্দু অধিকারীর সাংগঠনিক দায়িত্ব বৃদ্ধি পাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন মুকুল রায়। তাই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে ছিলেন তিনি। তবে তৃণমূলে ফেরার পরে ঠিকই দায়িত্বভার তাকে দেওয়া হবে তা নিয়েও চলছে একাধিক জল্পনা। এই পরিস্থিতিতে বঙ্গ বিজেপি-র অস্বস্তি বাড়িয়ে দলের “লবিবাজি” নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা।

মুকুল রায় তৃণমূল ভবনে পৌঁছনোর খানিকক্ষণ আগেই নিজের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে অনুপম হাজরা লেখেন,”নির্বাচন চলাকালীন দু-একজন নেতাকে নিয়ে অতি মাতামাতি করা এবং যোগ্যতা থাকা সত্বেও লবি বাজি করে বাকিদের বসিয়ে রেখে অবজ্ঞা বা অপমান করার করুণ পরিণতি!”

ওই টুইট বার্তায় তিনি কেন্দ্রের বিজেপি নেতাদের উদ্দেশ্যও কটাক্ষ করেছেন। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে রাজ্যে বারংবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্বরা চার্টার্ড ফ্লাইট করে বাংলায় আসলেও ভোটের ফলাফলের পর তাদের আর দেখা মেলেনি। এই বিষয়টি নিয়েও মন্তব্য করেছেন অনুপম হাজরা। অনুপমের কথায়,”চার্টার্ড ফ্লাইট এর রয়াল যাত্রীরাও মিসিং..”। দলকে সাবধান করে অনুপম আরো লেখেন,”এখনো সময় আছে, বঙ্গ বিজেপি-র উচিত লবি বাজি বন্ধ করে যোগ্যতা অনুসারে বসে থাকা নেতাদের কাজে লাগানো!!”

তবে, বঙ্গ বিজেপির লবি বাজি নিয়ে মন্তব্য করলেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন অনুপম হাজরা। এ প্রসঙ্গে তিনি লেখেন,”বি:দ্র: দয়া করে ‘বেসুরো’ তকমা লাগাবেন না,বঙ্গ বিজেপি’র অসময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম, বিজেপিতে আছি এবং বিজেপিতে থাকবো!!!(শুধুমাত্র বঙ্গ বিজেপিতে নোংরা লবি-বাজি বন্ধ করার উদ্দেশ্যেই বার্তা)”

ওই টুইটে একই সাথে আগামী দিনে বঙ্গ বিজেপির বৈঠকের প্রটোকল মেনে আমন্ত্রণ পাবার বিষয়ে ও প্রত্যাশা ব্যক্ত করেছেন অনুপম হাজরা।

Related Articles

Back to top button
error: