HighlightNewsআন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে নিন্দার ঝড়,বেপরোয়া পুতিন

টিডিএন বাংলা ডেস্ক : ইউক্রেন নিয়ে রাশিয়ার আগ্রাসী মনোভাব। নিন্দার ঝড় বিশ্বজুড়ে। অথচ বেপরোয়া রাশিয়া।

লন্ডন পার্লামেন্ট বক্তৃতায় রাশিয়ার পাঁচটি ব্যাঙ্ক ও ৩টি ধনকুবের বিনিয়োগকারীর উপর নিষেধাজ্ঞা জারি করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। পশ্চিমী চোখরাঙানির তোয়াক্কা না করে বিদ্রোহীদের দখলে থাকা ২টি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট। এরপরেই ওই দুটি অঞ্চলে আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা। রাশিয়ার বিতর্কিত গ্যাস পাইপলাইন নর্ড স্টিম ২ এর অনুমোদন আটকে দিলেন জার্মান চ্যান্সেলর। সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা চাপাতে রাজি ইউরোপীয় ইউনিয়ন।

মঙ্গলবার রাত একটা নাগাদ রাশিয়ার দুটি অর্থনৈতিক প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ঘোষণা করে আমেরিকা। সুর বদলেছে বেজিংও। সমঝোতায় নিষ্পত্তি চেয়ে শত্রুদের আমেরিকার সঙ্গে একপ্রস্থ আলোচনা করেছে চিন। তাতে অবশ্য পুতিনের কোনও হেলদোল নেই। ইউক্রেনের বিতর্কিত দুটি অঞ্চল থেকে ব্যাপক গোলাগুলির শব্দ, বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর। পূর্ব ইউক্রেনে সেনা ও যুদ্ধের ট্যাংক নামিয়েছে রাশিয়া। মস্কোর বেপরোয়া ভাব দেখে চিন্তায় রাষ্ট্রপুঞ্জ ও ইউরোপীয় ইউনিয়ন। রুশ আগ্রাসন রুখতে তারা লিথুয়ানিয়ায় সেনা পাঠাতে তৈরি বলে জানিয়েছে জার্মানি। বুলগেরিয়ার সঙ্গে যৌথ সেনা মহড়া শুরু করেছে পেন্টাগন। এই আবহে বুধবার মস্কো সফর পাকা করে ফেলেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের কথা।

Related Articles

Back to top button
error: