HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

এসএসসি নিয়ে কঠোর আদালত, ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ, সিবিআইকে এফআইআর-এর অনুমতি

টিডিএন বাংলা ডেস্ক : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এবার কঠোর অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। যে ৯৮ জন গ্রুপ-ডি কর্মীর নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠেছিল সেই মামলায় এবার তাদের প্রত্যেকের উপরেই স্কুলে প্রবেশ ও বেতন বন্ধের নির্দেশ জারি করল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। মামলাটি চলছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। তিনি এই মামলার রায়ে জানায়, ওই ৯৮ জন গ্রুপ ডি কর্মীর বেতন বন্ধ রাখা হবে। এই নির্দেশের বাস্তবায়নের তদারকি করতে হবে জেলা স্কুল পরিদর্শককে।

পাশাপাশি ওই রায়ে আরও বলা হয়, নিয়োগের সময় হাই পাওয়ার কমিটিতে এস পি সিনহা ছাড়াও যে চারজন ছিলেন, তাঁদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই। প্রয়োজনে এফআইআরও করতে পারবে। ওই কমিটিতে এস পি সিনহা ছাড়াও ছিলেন, এস আচার্য (পার্সোনাল সেক্রটারি), পি কে বন্দ্যোপাধ্যায়, একে সরকার, টি পাঁজা। আজই তাঁদের যেতে হবে সিবিআই অফিসে। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, সেক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলেও সাবধান করে দেন তিনি। একইসঙ্গে এদিন বিচারপতি বলেন, “এই পাঁচজনকে জেরা করে যদি কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের নাম পাওয়া যায় এবং তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করা হয়, তাহলে তা করতে পারে সিবিআই।” সিবিআই এবং শিক্ষা দপ্তরের সচিবকে আগামী সোমবারের মধ্যে এ সংক্রান্ত রিপোর্ট পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে আপাতত এসএসসি কর্তা এস পি সিনহাকে আগামী সোমবার পর্যন্ত জেরা করতে পারবে না সিবিআই। তবে বাকি চার কর্তাকে জেরা করা যাবে। প্রয়োজনে বাকি চারজনের বিরুদ্ধে এফআইআর করতে পারবে সিবিআই। প্রসঙ্গত, সিঙ্গল বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে এদিন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন এসএসসি কর্তা এস পি সিনহা। সেখানেই বিচারপতি জানিয়েছেন, আগামী সোমবার পর্যন্ত এস পি সিনহাকে তলব করতে পারবে না সিবিআই। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও রকম এফআইআরও করা যাবে না। সিঙ্গল বেঞ্চের এই রায়ে অশস্তিতে পড়ে ছিলেন এস পি সিনহা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তি ফিরে পেলেন তিনি।

Related Articles

Back to top button
error: