HighlightNewsদেশ

যোগী সরকারের বিরুদ্ধে ইউপি ভবনের সামনে ছাত্রদের প্রতিবাদ, ছত্রভঙ্গ করতে গ্রেফতার আন্দোলনকারীদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: উত্তর প্রদেশের সাহারানপুর ও প্রয়াগরাজে নবী মহম্মদ(সঃ)-এর অবমাননার প্রতিবাদে সংগঠিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে বেশ কয়েক জন ব্যক্তির ঘরবাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যোগী সরকারের প্রশাসন। অভিযোগ রাজ্য জুড়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে কমপক্ষে ২৫০ জন প্রতিবাদিকে। এই সমস্ত ঘটনার প্রতিবাদে আজ দিল্লিতে যোগী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ছাত্র সংগঠন এসআইও ও ফ্র্যাটারনিটি মুভমেন্টের ডাকে ইউপি ভবনের সামনে জড়ো হয় ছাত্র-ছাত্রীরা। প্রতিবাদী ছাত্র-ছাত্রীদের ছত্রভঙ্গ করতে গ্রেফতার করা হয় আন্দোলনকারীদের। সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ ভেনে টেনে হিঁচড়ে তোলা হচ্ছে মহিলা আন্দোলনকারীদেরও। প্রতিবাদী ছাত্র-ছাত্রীরা পুলিশ ভেনের মধ্যে থেকেই যোগী সরকার ও মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে।

প্রসঙ্গত, একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে পুলিশ কিছু ব্যক্তিকে জেলের মধ্যে ভরে নির্যাতন করছে। লাঠি দিয়ে খুবই খারাপ ভাবে পেটানো হচ্ছে তাদের। পরে যানা যায় এটি উত্তর প্রদেশের একটি জেলের ছবি। এমনকি অখিলেশ যাদবও সেই ভিডিও শেয়ার করেছেন।(যদিও টিডিএন বাংলা সেই ভিডিও টির সত্যতা যাচাই করেনি)। অন্য একটি ভিডিও তে দেখা যাচ্ছে যোগী সরকারের প্রশাসন প্রয়াগরাজে বেশ বড়ো একটি বাড়িকে বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে। যানা গিয়েছে, এই বাড়িটি ওয়েলফেয়ার পার্টির কেন্দ্রীয় নেতা জাভেদ মুহাম্মদের। তাকে ও তার পরিবারকেও গ্রেফতার করা হয়েছিল আগেই। এই জাভেদ মুহাম্মদের আর একটি পরিচয় হল তিনি ছাত্র সংগঠন ফ্র্যাটারনিটি মুভমেন্ট অফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি আফরিন ফাতিমার পিতা। যে আফরিন ফাতিমা সিএএ, এনআরসি, এনপিআর আন্দোলনের অন্যতম মুখ এবং দিল্লি জহরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য। তাদের দাবি সিএএ, এনআরসি, এনপিআর আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধেই তার পরিবারকে গ্রেফতার করা হয়েছে। ভেঙে ফেলা হয়েছে তার বসতবাড়ি।

Related Articles

Back to top button
error: