HighlightNewsরাজ্যশিক্ষা ও স্বাস্থ্য

আরবিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু করার দাবি জানিয়ে বিশ্বভারতীতে বিক্ষোভ পড়ুয়াদের

নিজস্ব সংবাদ, টিডিএন বাংলা: রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্নের প্রতিষ্ঠান বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ৭টি ভাষায় স্নাতক করার সুযোগ থাকলেও আরবির মত একটি আন্তর্জাতিক ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু করা হয়নি। দীর্ঘ দিন থেকে দাবি জানানো স্বত্বেও কেন আরবি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালুর করা হল না প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল হল বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা।

এদিন বিশ্ববিদ্যালয়ের বলাকা প্রবেশদ্বারে বিক্ষোভ মিছিলে উপস্থিত হয়ে পড়ুয়ারা অবিলম্বে অন্যান্য ভাষার মত যাতে আরবি ভাষাতেও স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু করা হয় সেই দাবি তোলেন। এই বিক্ষোভ মিছিলে আরবি ভাষাতেও স্নাতক চালু করার পক্ষে বক্তব্য রাখাতে গিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র সাইদ মামুন বলেন, “আরবি একটি আন্তর্জাতিক ভাষা। এই ভাষা শেখার মাধ্যমে মধ্যপ্রাচ্যে কাজের বহুল সুযোগ তৈরি হয়।” উল্লেখ্য যে, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষায় ডিপ্লোমা এবং পিএইচডি করার সুযোগ আগে থেকেই আছে। বিক্ষোভকারীদের অভিযোগ, ২০১৮ সাল থেকে আরবিতে স্নাতক ও স্নাতকোত্তর চালুর দাবি করা হচ্ছে। এই নিয়ে একাধিকবার ডেপুটেশন দেওয়া হয়েছে। কিন্তু উপাচার্য এই বিষয়ে কোনরূপ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি।

এদিনের এই বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রসংগঠন এসআইও’র রাজ্য শিক্ষাঙ্গন সম্পাদক আব্দুল ওয়াকিল, মাদ্রাসা এডুকেশন ফোরামের গোলাম রসুল, মারগ্রাম হাই মাদ্রাসার শিক্ষক রফিক আক্তার, এসআইও বীরভূম জেলার সভাপতি মহঃ খালিদ প্রমুখ। এই বিক্ষোভ মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, তাদের দাবি অবিলম্বে মেনে নেওয়া না হলে আগামীতে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।

Related Articles

Back to top button
error: