টিডিএন বাংলা ডেস্ক: এবার বিধানসভার অধ্যক্ষর নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, বিধানসভার স্পিকার বলেছিলেন, মুকুল রায় বিজেপিতেই আছেন। স্পিকারের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন শুভেন্দু অধিকারী। সুপ্রিমকোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বিরোধী দলনেতা।