দলকে বিড়ম্বনায় ফেলে দিল্লি হাইকোর্টে সুব্রহ্মণ্যম স্বামী

ছবি: Wikimedia

টিডিএন বাংলা ডেস্ক : ফের দলকে অস্বস্তিতে ফেললেন ঘরেরই সদস্য। এবার নিজের দলের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ সুব্রহ্মণ্যম স্বামী।

দিল্লি হাইকোর্টে সশরীরে হাজির হয়ে দায়ের করা মামলার আইনজীবী হিসেবে সওয়াল করেছিলেন ৮৩ বছরের প্রবীণ বিজেপি নেতা। তার অভিযোগ, “স্বেচ্ছাচারী মনোভাবে, বেআইনিভাবে, অসাংবিধানিক উপায়ে রিগিং করে এয়ার ইন্ডিয়াকে টাটা গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে।” স্বামীর এই অভিযোগ অস্বীকার করেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার দাবি নিয়ম মেনে হস্তান্তর প্রক্রিয়া হয়েছে। একই দাবি জানিয়েছেন টাটা সংস্থার হয়ে সওয়াল করা প্রবীণ আইনজীবী হরিশ সালভে। বৃহস্পতিবার আদালত রায় দিয়ে জানাবে বৈধ পদ্ধতিতে এয়ার ইন্ডিয়ার হস্তান্তর হয়েছিল কিনা।

পেগাসাস ইস্যু, লখিমপুর খেরিকাণ্ড এসবকে ধামাচাপা দিয়ে, পাঁচ রাজ্যের নির্বাচনী প্রচারে ঝাঁপাতে চাইছে বিজেপি। ঠিক তখনই শাসকদলের অস্বস্তি বাড়ালেন ‘ঘর শত্রু বিভীষণ’।