HighlightNewsদেশ

মুসলিমদের প্রতি হিংসাত্মক কার্টুন পোস্ট করে আবারও বিতর্কে সুদর্শন নিউজের সম্পাদক সুরেশ চাভাঙ্কে

টিডিএন বাংলা ডেস্ক: মুসলিমদের প্রতি হিংসাত্মক কার্টুন পোস্ট করে আবারও বিতর্কের মুখে পড়লেন সুদর্শন নিউজের সম্পাদক সুরেশ চাভাঙ্কে। আগের টুইটার অর্থাৎ বর্তমানে পরিবর্তিত X নামে পরিচিত সোশ্যাল মিডিয়াতে একটি কার্টুন ছবি পোস্ট করেছেন। সেই কার্টুনের ছবিতে দেখা যাচ্ছে সম্প্রতি চাঁদের মাটিতে পা রাখা চন্দ্রযান ৩-এর দিকে পাথর নিক্ষেপ করছেন মুসলিমদের মত পোশাক পরা কিছু ব্যক্তি। তাদের মাথায় টুপি আর মুখে দাঁড়ি। ছবিটিতে হিন্দি টেক্সট সহ একটি ডিসপ্লে বোর্ডও রয়েছে। যেখানে লেখা হয়েছে, “চাঁদ কি জমিন ওয়াকফ কি মিল্কিয়াত হ্যায়” যার বাংলা অর্থ দাঁড়াচ্ছে, “চাঁদের জমি ওয়াকফের অধিকারী”। অর্থাৎ ওয়াকফ বোর্ডকে এখানে উপহাস করা হয়েছে।

উল্লেখ্য যে, ইতিপূর্বে সুদর্শন নিউজের সম্পাদক সুরেশ চাভাঙ্কে নুহ সহিংসতার সাথে সম্পর্কিত বিদ্বেষ মূলক পোস্ট করার অভিযোগ উঠে ছিল। সেই অভিযোগের কারণে তাকে গ্রেপ্তার করা হয়ে ছিল।

Related Articles

Back to top button
error: