টিডিএন বাংলা ডেস্ক: তামিলনাড়ুতে রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে হঠাৎ ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন যাত্রীর এবং আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী। কিন্তু ঠিক কি কারণ এই ভয়াবহ অগ্নিকাণ্ড তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে মনে করা হচ্ছে গ্যাস সিলিন্ডারে আগুন লাগার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুতে মাদুরাইয়ের কাছে একটি স্টেশনে দাঁড়িয়ে থাকা পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে। আজ শনিবার ভোর ৫টা ১৫ মিনিট নাগাদ ট্রেনটির একটি কামরায় হঠাৎ আগুন ধরে যায়। অল্প সময়ের মধ্যেই সেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আশেপাশে। এই ঘটনায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যু খবর নিশ্চিত করা হয়েছে। আর আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জনেরও বেশি যাত্রী।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ ও আধিকারিকরা। পাশাপাশি ঘটনাস্থলে ছুঁটে আসেন মাদুরাইয়ের জেলা কালেক্টর এমএস সঙ্গীতা। আগুন নেভাতে ছুঁটে আসে দমকল বাহিনী। তাদের প্রায় দীর্ঘ ২ ঘন্টার প্রচেষ্টার পর অবশেষে সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ওই কামরা ছাড়া বাকি কোনও কামরায় সে ভাবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে রেল সূত্রে খবর। মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।