হঠাৎই নবান্নের ১৪ তলায় মোবাইল টাওয়ারে আগুন, আগুন নিয়ন্ত্রণে আনলো দমকল বাহিনী

টিডিএন বাংলা ডেস্ক: আজ মঙ্গলবার বেলা ১২ টা নাগাদ হঠাৎই নবান্নের ১৪ তলা থেকে ধোঁয়া উড়তে দেখা যায়। খোঁজ নিয়ে জানা যায় ১৪ তলার উপরে মোবাইল টাওয়ারে আগুন ধরে গিয়েছে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী। অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনীর কর্মীরা। দমকল বাহিনী সূত্রে জানানো হয়েছে, এই আগুনের ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মোবাইল টাওয়ারের প্যানেল বক্স থেকেই এই আগুনের ঘটনা ঘটেছে। তবে প্যানেল বক্সে ঠিক কি কারণে আগুন লেগেছে তা তদন্তের পর জানা যাবে।অনুমান করা হচ্ছে শক সার্কিটের কারণেই এই আগুন লেগেছে। উল্লেখ্য যেড় নবান্নে ১৪ তলার ফ্লোরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থেই এ ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জানিয়েছেন দমকল বাহিনী।