টিডিএন বাংলা ডেস্কঃ উত্তরপ্রদেশে এক মহিলা ধর্ষিত হওয়ার পর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ ঘটনার নিরপেক্ষ তদন্ত বা অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ, অপমান আর অবসাদে আত্মা করলেন ধর্ষিতা মহিলা- এমনটাই অভিযোগ করলেন নির্যাতিত মহিলার পরিবার। উত্তরপ্রদেশের আজমগড়ের এই ধর্ষণ ও ধর্ষিতার আত্মহত্যার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সমাজবাদি পার্টির প্রধান অখিলেশ যাদব। তিনি টুইট করে বলেন, “এই ঘটনা বিজেপি সরকারের গালে একটি থাপ্পর। সরকার সাধারণ মানুষকে বিচার দেওয়ার বড় বড় কথা বলে। সরকারের উচিত অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। অবশ্য থানা কর্তৃপক্ষ থানার মধ্যে বিষ খেয়ে আত্মহত্যার এই অভিযোগ অস্বীকার করেছেন। যদিও পুলিশ সুপার সুধীর কুমার সিংহ এটাও জানিয়েছেন দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট থানার এসএইচও চুন্না সিংকে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য যে, নাগরিকদের নিরাপত্তার সূচকে উত্তর প্রদেশের অবস্থান খুবই শোচনীয়। নারী নির্যাতন ও ধর্ষণের অভিযোগের নিরিখেও যোগী রাজ্যের অবস্থা তথৈবচ।