লখিমপুরকাণ্ডে রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিমকোর্ট

টিডিএন বাংলা ডেস্ক : লখিমপুরের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানানো হয়েছে, লখিমপুরের হিংসার ঘটনার পর রাজ্য যে ভূমিকা নিয়েছে তা মোটেও সন্তোষজনক নয়। তাঁদের কথায়, প্রত্যেক অভিযুক্তর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিৎ।

গত রবিবার লখিমপুরের খেরিতে যে নৃশংস ঘটনা ঘটেছে তার পূর্ণ তদন্তের দাবি করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা রুজু করা হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই উত্তরপ্রদেশ সরকারকে এই ঘটনার তদন্তে যোগী রাজ্যের পুলিশ কী কী পদক্ষেপ গ্রহণ করেছে, কতজনকে গ্রেফতার করা হয়েছে, সেই নিয়ে সুপ্রিম কোর্ট প্রশ্ন তোলে। পাল্টা রাজ্য জানায়, ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকেও এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠানো হয়েছে। যদিও সেই সমন অগ্রাহ্য করেন আশিস। এদিন সকাল ১০টায় তাঁর হাজিরা দেওয়ার কথা থাকলেও এদিন তিনি ক্রাইম ব্রাঞ্চে যাননি বলে জানা গিয়েছে। প্রধান বিচারপতি এনভি রামানা বলেন, মামলার গুরুত্ব বিচার করে উপযুক্ত পদক্ষেপ নেবে উত্তরপ্রদেশ সরকার। একইসঙ্গে রাজ্যকে নির্দেশ মামলার কোনও তথ্যপ্রমাণ যেন নষ্ট না নয়।

প্রধান বিচারপতি তাৎপর্যপূর্ণ ভাবে এদিন উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী হরিশ সালভেকে বলেন, ‘‘সিবিআই-কে তদন্তের ভার দেওয়া যাবে না। কারণ আপনি জানেন কারা এতে অভিযুক্ত।’’ মামলার পরবর্তী শুনানি ২০ অক্টোবর।