HighlightNewsদেশ

হরিদ্বার ধর্মসংসদে মুসলিমদের খুনের হুমকি দেওয়া জিতেন্দ্র নারায়ণ ত্যগীকে অন্তর্বর্তীকালীন জামিন দিল শীর্ষ আদালত

টিডিএন বাংলা ডেস্ক: হরিদ্বার ধর্ম সংসদে মুসলিমদের খুনের হুমকি দিয়েছিলেন ধর্মগুরু জিতেন্দ্র নারায়ণ ত্যাগী। সেই জিতেন্দ্র নারায়ণ ত্যাগীকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিল শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, ত্যাগীর শারীরিক অসুস্থতার কথা ভেবে তাঁকে তিন মাস জেলের বাইরে থাকার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। ধর্মগুরু জিতেন্দ্র নারায়ণ ত্যাগী শর্তাধীন জামিন পেয়েছেন মঙ্গলবার শীর্ষ আদালতে। শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ ত্যাগীকে একটি মুচলেকায় স্বাক্ষর করিয়েছে। ওই মুচলেকায় লেখা হয়েছে, আগামী তিন মাস তিনি আর কোনও উস্কানিমূলক মন্তব্য করবেন না বা কোনওরকম সংবাদ মাধ্যমে কোনও মন্তব্য করবেন না। এর আগে উত্তরাখণ্ড হাইকোর্ট ত্যাগীর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল। এরপর মেডিকেল গ্রাউন্ডে শীর্ষ আদালতে জামিনের আবেদন করেন ত্যাগী। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন শর্তসাপেক্ষে ৩ মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে শীর্ষ আদালত।

প্রসঙ্গত, ২০২১ সালে ১৭ থেকে ১৯ ডিসেম্বর হরিদ্বারে একটি রুদ্ধদ্বার ধর্ম সংসদের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন ধর্মগুরু জ্যোতি নরসিংহনন্দ। এই বিতর্কিত সমাবেশে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীর পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু রক্ষা সেনার প্রবোধানন্দ গিরি, বিজেপির মহিলা মোর্চার নেত্রী উদিতা ত্যাগী এবং বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায়। অভিযোগ এই সমাবেশেই এক বক্তা বলেন,”মায়ানমারের মত আমাদের পুলিশ, সেনা, রাজনীতিবিদ এবং হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষকে হাতে অস্ত্র তুলে নিতে হবে। এবার ‘সাফাই অভিযান’ চালাতে হবে।” অপর এক বক্তা বলে ওঠেন,”যদি ওদের সমূলে ধ্বংস করতে চান তাহলে ওদের হত্যা করুন। আমরা এমন একশো জন যোদ্ধাকে চাই, যারা ওদের কুড়ি লাখ লোককে হত্যা করবে।”ওই ধর্মসভাতেই অন্যান্য বক্তাদের সঙ্গে একই সুরে সুর মিলিয়ে মন্তব্য করেন ওয়াসিম রিজবি (ধর্মান্তকরণের আগের নাম)ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগী। ওই রুদ্ধদ্বার ধর্মসভার ভিডিও ভাইরাল হওয়ার পর ধর্ম সংসদের আলোচকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয় উত্তরাখণ্ড পুলিশ। গ্রেফতার করা হয় জিতেন্দ্র নারায়ণ ত্যাগী সহ কয়েকজন ধর্মগুরুকে।

Related Articles

Back to top button
error: