টিডিএন বাংলা ডেস্ক: কলকাতা হাই কোর্টের রায়ে সম্প্রতি মুক্তি পাওয়া কামদুনির গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তদের উপর এবার অন্তর্বর্তী বিধিনিষেধ আরোপ করল সুপ্রিম কোর্ট। কিছু দিন পূর্বেই একটি আবেদনের পরিপ্রেক্ষিতে কামদুনি মামলায় ফাঁসি এবং যাবজ্জীবনের সাজা প্রাপ্ত চার জন অভিযুক্তের শাস্তি বাতিল করে মুক্তি দেয় কলকাতা হাই কোর্ট। সেই রায়ের পরপরই আবারও রাজ্য জুড়ে শুরু হয় সমালোচনা। কামদুনির বাসিন্দারা আবারও বিক্ষোভ দেখান। পুলিশের ভূমিকা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। যদিও এরপর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চের দারস্ত হয় রাজ্য। সেই মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। যতদিন না এই মামলার শুনানি শেষ হচ্ছে সেই পর্যন্ত আপাতত এই অভিযুক্তদের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বিআর গভাই এবং বিচারপতি পি কে মিশ্রের ডিভিশন বেঞ্চ একটি অন্তর্বর্তী নির্দেশ দিয়ে জানিয়ে দেয়, মুক্তি পাওয়া অভিযুক্তদের আপাতত কিছু শর্ত মেনে চলতে হবে। যথা – ১) কলকাতা হাই কোর্টের নির্দেশে যাঁরা মুক্তি পেয়েছেন তাঁদের প্রতি মাসে সোম এবং শুক্রবার থানায় হাজিরা দিতে হবে।
২) প্রত্যেকের পাসপোর্ট জমা দিতে হবে পুলিশের কাছে।
৩) প্রত্যেকের মোবাইল নম্বর থানায় জমা দিতে হবে। মোবাইল তথ্য থানায় জানাতে হবে।
৪) কোথাও যাওয়ার ৪৮ ঘণ্টা আগে জানাতে হবে। কোথায় যাচ্ছেন তাঁরা, সেই তথ্য দিতে হবে। ফিরে এসে রিপোর্ট করতে হবে থানায়।