পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালুকে সুপ্রিম কোর্টের নোটিশ: ৪ সপ্তাহের মধ্যে দিতে হবে জবাব; জামিন বাতিলের দাবি জানিয়েছে সিবিআই  

টিডিএন বাংলা ডেস্ক: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন বাতিলের দাবি জানিয়েছে সিবিআই। এই বিষয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। এই মামলায় লালু যাদবকে জবাব দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি চার সপ্তাহ পর।

এদিন, সিআরপিসি-এর ৪২৭ ধারায় সিবিআই সুপ্রিম কোর্টে লালুর জামিন বাতিলের দাবি জানিয়েছে। ঝাড়খণ্ড হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে সিবিআই সুপ্রিম কোর্টে একটি এসএলপি দায়ের করেছে, যেখানে লালু যাদব জামিনে মুক্তি পেয়েছিলেন। উল্লেখ্য, দুমকা ও চাইবাসা ট্রেজারি মামলায় ঝাড়খণ্ড হাইকোর্ট লালুকে জামিনে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে। এর বিরোধিতা করেছে সিবিআই।

সিবিআই-এর তরফে জানানো হয়েছে, লালু প্রসাদকে ৫টি মামলায় আলাদাভাবে সাজা দেওয়া হলেও সিবিআই আদালত সব সাজা একসঙ্গে চালানোর নির্দেশ দেয়নি। এই কারণে, সমস্ত মামলা একসাথে চলতে পারে না।
প্রসঙ্গত, ধারা ৪২৭-এর বিধান অনুসারে, যদি একজন ব্যক্তি একাধিক মামলায় দোষী সাব্যস্ত হন এবং দণ্ডিত হন এবং আদালত সমস্ত সাজা একসঙ্গে চালানোর আদেশ না দেয়, তবে সেই ব্যক্তির দ্বিতীয় সাজা শুধুমাত্র একটি সাজার মেয়াদের পরেই কার্যকর হবে।