টিডিএন বাংলা ডেস্ক : করোনার নজিরবিহীন হামলা। সংক্রমণে লাগাম পড়াতে ভার্চুয়াল শুনানির পথে হাঁটল দেশের সর্বোচ্চ আদালত।
সোমবার থেকেই শুরু মামলার ভার্চুয়াল শুনানি।
শনিবারই কলকাতা হাইকোর্ট ভার্চুয়াল শুনানির সিদ্ধান্ত নিয়েছে। এবার সুপ্রিম কোর্টও সেই পথেই হাঁটল। করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই এর আগেও ভার্চুয়াল শুনানির পথেই হাঁটে আদালত।
বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি হয়েছিল ভার্চুয়াল শুনানিতে। এরপর পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসতেই, নিউ নরমালে ফিরে আসে শুনানি পর্ব। আবারও স্বমহিমায় করোনা। সেই সঙ্গে ওমিক্রন। রবিবার আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সুপ্রিমকোর্ট কোনও ঝুঁকি নিতে নারাজ। তাই, সোমবার থেকে গুরুত্বপূর্ণ-মামলার শুনানি ভার্চুয়াল করার সিদ্ধান্ত নিয়েছে।