করোনা আক্রান্ত আত্মঘাতী হলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ নয়, সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি সুপ্রিমকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক : কোভিড আক্রান্ত অবস্থায় আত্মঘাতী হলে, তাকে করোনায় মৃত বলে গণ্য করা হবে না। সম্প্রতি সুপ্রিমকোর্টে এমনই গাইডলাইন দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানাল শীর্ষ আদালত।

বিচারপতি এম আর শাহ এবং এ এস বোপান্না এদিন সলিসিটর জেনারেল তুষার মেহেতাকে বলেন, করোনায় আক্রান্ত হওয়ার কারণে যদি কেউ আত্মঘাতী হয়, তাহলে তাকে কেন করোনায় মৃত বলে ঘোষণা করা হবে না, তা একবার সরকারের ভেবে দেখা উচিত। বিচারপতি আরও বলেন, ‘মোটের উপর আপনাদের নির্দেশিকা ঠিকই আছে। তবে সংক্রমিতের আত্মহত্যার বিষয়টা আপনাদের আরও একবার গুরুত্ব সহকারে ভাবা উচিত।’ ২৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানির আগে এই নিয়ে কেন্দ্রের তরফের চূড়ান্ত নির্দেশিকা তলব করেছে আদালত।

এর পাশাপাশি আগে যেসব পরিবার স্বজনের করোনা-মৃত্যুর পরে ডেথ সার্টিফিকেট পেয়েছে, তাদের ক্ষেত্রে কী করা হবে, তাও জানতে চেয়েছে শীর্ষ আদালত। ডেথ সার্টিফিকেটে করোনা মৃত্যু লেখার পাশাপাশি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারেও দীর্ঘদিন বলে আসছে সুপ্রিম কোর্ট। জবাবে কেন্দ্র জানায়, করোনায় মৃত্যুর ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেক পরিবারকে প্রস্তাবিত ৪ লাখ টাকা দেওয়া সম্ভব নয়। তা মেনে নিলেও, ক্ষতিগ্রস্ত পরিবারকে যে টাকা দিতেই হবে সে ব্যাপারে অনড় শীর্ষ আদালত। এই সংক্রান্ত একটি মামলা উঠে দিল্লি হাইকোর্টে। ১৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। তার আগে কেন্দ্রের জবাব জানতে চেয়েছে আদালত।