HighlightNewsদেশ

গুজরাটে বিচারকদের পদোন্নতি মামলায় সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ: রাহুল গান্ধীকে শাস্তি দেওয়া হরিশ ভার্মা সহ ৬৮ জন বিচারপতিকে পাঠানো হয়েছে তাঁদের পুরানো পদে

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের নিম্ন আদালতের ৬৮ জন বিচারকের পদোন্নতি স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, বর্তমানে যেসব বিচারপতি পদোন্নতি পেয়েছেন, তাঁদের মূল পদে (পুরনো পদে) ফেরত পাঠাতে হবে। উল্লেখ্য, এই বিচারকদের মধ্যে হরিশ ভার্মাও রয়েছেন, যিনি মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে শাস্তি দিয়েছেন।

বিচারপতি এমআর শাহ বলেন, নিয়োগ বিধি অনুযায়ী পদোন্নতির মাপকাঠি মেধা-জ্যেষ্ঠতা ও উপযুক্ততা পরীক্ষা। এই অবস্থায় রাজ্য সরকার যে আদেশ জারি করেছে তা সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘন করছে তা স্পষ্ট। বিচারপতি শাহ আরও বলেন, যদিও আমরা এই পিটিশনের শুনানি শেষ করতে চেয়েছিলাম, কিন্তু অ্যাডভোকেট দুষ্যন্ত দাভে চান না যে আমরা মামলার নিষ্পত্তি করি।

Related Articles

Back to top button
error: