HighlightNewsরাজ্য

কয়লা পাচার কাণ্ডে ইডির তলব সংক্রান্ত অভিষেক-রুজিরার মামলা সুপ্রিম কোর্টে, শুনানি আগামী সপ্তাহে

টিডিএন বাংলা ডেস্ক: কয়লা পাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তলব করা নিয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের দায়ের করা মামলা গ্রহণ করল শীর্ষ আদালত। জানা গিয়েছে, আগামী সপ্তাহে এই মামলার শুনানি হবে। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। শীর্ষ আদালতে এই মামলা গৃহীত হয়েছে। মঙ্গলবার ইমেইল করে এই মামলা সংক্রান্ত সমস্ত নথিপত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির সদর দফতরে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই কয়লা পাচার কাণ্ডে একাধিকবার কলকাতা থেকে দিল্লি গিয়ে ইডির সদরদপ্তরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তলব করা হয় তার স্ত্রী রুজিরাকেও। যদিও সন্তানদের বয়স কম হওয়ায় তাদের ছেড়ে দিল্লিতে হাজিরা দেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। দিল্লির উচ্চ আদালতে এই সংক্রান্ত মামলায় জানানো হয়, দিল্লি গিয়েই ইডির কাছে হাজিরা দিতে হবে তাঁকে। উচ্চ আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক-রুজিরা।

Related Articles

Back to top button
error: