টিডিএন বাংলা ডেস্ক: গত বছর অক্টোবর মাসে প্রধান বিচারপতি এনভি রমানার নেতৃত্বাধীন বেঞ্চ পেগাসাস কাণ্ডে প্রাক্তন বিচারপতি আরভি রবীন্দ্রনের নেতৃত্বে তিন সদস্যের ‘সিট’ গঠনের নির্দেশ দিয়েছিল। সিটের সেই বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে তদন্তকারী দলের রিপোর্ট পেশের সময়সীমা বাড়িয়ে আগামী ২০ জুনের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সে ক্ষেত্রে পরবর্তী শুনানি হতে পারে জুলাই মাসে।
এদিন পেগাসাস মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এনভি রমানা জানান, বিশেষজ্ঞ কমিটি ডিভাইসগুলি পরীক্ষার জন্য নিজস্ব সফটওয়্যার তৈরি করেছে। যার মাধ্যমে ২৯টি ফোন পরীক্ষা করে দেখা হবে যে, সেগুলি “স্পাইওয়্যার” সংক্রমিত কিনা। সূত্রের খবর অনুযায়ী, সিট এখনও পর্যন্ত ৩০০ টি স্পাইওয়্যার সংক্রমিত মোবাইলের সন্ধান পেয়েছে।