দেশ

দূষণ নিয়ে সুপ্রিম ভর্ৎসনা, লকডাউনে রাজি দিল্লি সরকার

টিডিএন বাংলা ডেস্ক : ভালো নেই দিল্লির দিল। দূষণের জ্বালায় নিঃশ্বাস নেওয়াই দায়। পরিস্থিতি মোকাবিলায় লকডাউনের মতো কঠোর সিদ্ধান্তও নেওয়া যেতে পারে বলে জানায় শীর্ষ আদালত। কিন্তু তা না করে দূষণ নিয়ন্ত্রণ কীভাবে করা যায়, তার কথা ভেবেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় সোমবার দিল্লি সরকারকে তীব্র ভর্ৎসনা করে আদালত। তারপরই সিদ্ধান্ত বদল করে হলফনামা জমা দিয়ে আদালতে দিল্লি সরকার জানায়, লকডাউনে প্রস্তুত সরকার। মঙ্গলবার সন্ধ্যের মধ্যে এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

দিল্লি সরকার হলফনামায় জানায়, দিল্লিতে লকডাউন করলে কম প্রভাব পড়বে। তাই এনসিআর অঞ্চলেও কড়া লকডাউনের প্রয়োজন। শস্যের নষ্ট অংশগুলি পোড়ানোর জেরে দূষণের মাত্রা বাড়ে। এর আগের শুনানিতে শীর্ষ আদালতের তরফে জানতে চাওয়া হয় দূষণ নিয়ন্ত্রণে রাজ্য ও কেন্দ্রীয় সরকার কী কী পদক্ষেপ নিয়েছে। এ দিন দিল্লি সরকারের তরফে জানানো হয় সেই সব সিদ্ধান্তের বিষয়ে। দিল্লি সরকারের এই সমস্ত পদক্ষেপের প্রশংসাও করে শীর্ষ আদালত।কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ফের লকডাউনের পথে হাঁটতে রাজি দিল্লি সরকার। প্রধান বিচারপতি এনভি রামানা এদিন বলেন, কোন রাজ্য কী পদক্ষেপ নেবে, তা ঠিক করে দেওয়া আদালতের কাজ নয়। দিল্লি সরকারের উচিৎ সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করুক। মঙ্গলবার এ বিষয়ে চূড়ান্ত জানাতে হবে।

তিনটি ধাপে দিল্লির দূষণ নিয়ন্ত্রণের পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্ট।এরমধ্যে রয়েছে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা, ভারী ট্রাক দিল্লিতে এই মুহূর্তে ঢুকতে না দেওয়া এবং কঠোরভাবে লকডাউন পালন করা। অন্যদিকে, পাঞ্জাব-হরিয়ানা সরকারের সঙ্গে আলোচনা করে ফসল অবশিষ্ট অংশ পোড়ানোর বিষয়টি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button
error: